১৯৮৮ সালের ৫ ই নভেম্বর ভারতের দিল্লি শহরে জন্মগ্রহণ করেন বিরাট কোহলি। ক্রিকেট অঙ্গনে অদম্য, অনন্য এই ক্রিকেটার নিজের নামটা নিয়ে গিয়েছে হিমালয়ের উচ্চতায়। দেশের প্রতিনিধিত্ব করে একের পর এক এনেছেন বিজয়, গড়েছেন অসংখ্য সব রেকর্ড। বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান সম্পর্কে জানার ব্যাপারে ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই! আজকের আর্টিকেলে বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ধৈর্য্য সহকারে পুরো আর্টিকেলটি পড়ুন।
সকল ফরম্যাট মিলিয়ে বিরাট কোহলি রেকর্ড লিস্ট
বয়স বাড়ার সাথে-সাথে বিরাট কোহলির পারফরম্যান্স ও ক্রমশ উপরের দিকে উঠেছে। তরুণ সময়ে যে বিরাটকে চিনতেন, এখন আর সেই বিরাট কোহলিকে খুঁজে পাওয়া যায় না। আগের থেকে বেশি অভিজ্ঞ, বেশি পরিপক্ব। বয়সের থেকে রেকর্ডের সংখ্যা বেশি বিরাট কোহলির।
তিনি ক্রিকেট বিশ্বকে এত সুন্দর সুন্দর খেলা উপহার দিয়েছেন যে তার সমতুল্য পাওয়া বেশ দুষ্কর! যাদুমিশ্রিত দৃষ্টিনন্দন খেেলার জন্য বিরাটকে কিং বলা হয়। বিরাট কোহলি একজন ভারতীয় খেলোয়াড়। ক্যারিয়ারের শুরু থেকেই এখন অবধি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি সবগুলো ফরম্যাটেই তিনি সফল। বড়-বড় সব রেকর্ড এখনো বিরাটের দখলে রয়েছে। চলুন বিরাট কোহলির রেকর্ড সম্পর্কে জেনে আসি…
বিরাট কোহলি রেকর্ড লিস্ট
- ৪ বার ক্যারিয়ারের সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড।
- টানা ৪টি টেস্ট সিরিজে ৪টি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড।
- ২০১৮ সালে বিরাট কোহলি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। যেটা ভারতের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। টেন্ডুলকার ও ধোনির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান লাভ করেন ক্রিকেটের কিং বিরাট কোহলি।
- ৪ বার ক্যারিয়ারের সর্বোচ্চ ক্যাচ ধরা রেকর্ড।
- মাহেন্দ্র সিং ধোনি কে সফলতম ক্রিকেটার মনে করা হলেও ম্যাচ জয়ের পরিসংখ্যান বলে সর্বোচ্চ সফলতম ক্রিকেটার বিরাট কোহলি। তার জয়ের সম্ভাবনা ৭৫%।
- ৪ বার সর্বোচ্চ চার মারার রেকর্ড।
- ওডিআই ক্রিকেটে ৫০ টি সেঞ্চুরি হাঁকানো বিশ্বের একমাত্র ক্রিকেটার বিরাট কোহলি।
- ওডিআই বিশ্বকাপের ইতিহাসে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি।
- ২০১৭ সালে অধিনায়ক হিসেবে এক মৌসুমে সকল ফরম্যাট মিলিয়ে ১১ টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ক্রিকেটার এবং অধিনায়ক হিসেবে এমন রেকর্ড আর কারো নেই!
- ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরির রেকর্ড একমাত্র বিরাট কোহলির। তিনি ৭টি ডাবল সেঞ্চুরি মেরেছেন।
- ২ বার আইসিসি (পুরুষ) বর্ষসেরা ক্রিকেটার ।
- ২ বার আইসিসি (পুরুষ) দশকের সেরা ওডিআই ক্রিকেটার।
- ৪ বার আইসিসি (পুরুষ) ওডিআই বর্ষসেরা ক্রিকেটার।
- ১ বার আইসিসি (পুরুষ) বর্ষসেরা টেস্ট প্লেয়ার।
- ৭ বার আইসিসি (পুরুষ) ওডিআই টিম অফ দ্যা ইয়ার।
- ৩ বার আইসিসি বর্ষসেরা (পুরুষ) টেস্ট অধিনায়ক।
- ১ বার আইসিসি টি-টোয়েন্টি (পুরুষ) টিম অফ দ্যা ইয়ার।
- ১ বার আইসিসি স্পিরিট অফ ক্রিকেট।
- ১ বার আইসিসি (পুরুষ) মাসিক সেরা খেলোয়াড়।
- ২ বার সর্বাধিক রানের জন্য প্রিমিয়ার লিগের অরেঞ্জ কাপ বিজয়ী।
- ১ বার বর্ষসেরা (পুরুষ) সেরা খেলোয়াড়।
বিরাট কোহলি পরিসংখ্যান
বিশ্বমানের ব্যাটসম্যানদের তালিকা করা হলে সেই তালিকায় সেরা মানের খেলোয়াড়ের নামের পাশে বিরাট কোহলির নামটাও অবশ্যই দেখতে পাওয়া যায়। বিরাট মাঝারি সাইজের ডানহাতি ব্যাটসম্যান। মাত্র ১৯ বছর বয়সেই নিজের ব্যাটিং স্টাইল দেখিয়ে মাতোয়ারা করেছেন পুরো বিশ্বকে। ব্যাটিং এর পাশাপাশি বোলিং ও করেন। তবে বোলিং নিয়ে খুব বেশি আলোচনা নেই।
নিজ দেশে কয়েক কোটি, এবং পুরো বিশ্বে শত-শত কোটি ফ্যান ফলোয়ার বানিয়েছেন বিরাট। এক অন্ধকার রাতের সাইক্লোনের নাম বিরাট কোহলি। দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চটা দিতে কোনো কমতি রাখেন না। তার ব্যাটিং এ কি এমন জাদু ছিলো! এবং পুরো বিশ্ব ক্রিকেট কে কিভাবে হাতের মুঠোয় নিয়ে আসছিলো বিরাট কোহলি! তা আমরা পরিসংখ্যানের মাধ্যমে জেনে আসবো। চলুন তাহলে বিরাট কোহলির পরিসংখ্যান জেনে আসি..
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি পরিসংখ্যান
১২ জুন, ২০১০ সালে হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অভিষেক হয়।
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১২৫ |
মোট রান | ৪১৮৮ |
সর্বোচ্চ | ১২২* |
গড় | ৪৮.৭ |
স্ট্রাইক রেট | ১৩৭.০৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩৮ |
সেঞ্চুরি (১০০): | ০১ |
বিরাট কোহলি-এর টি-টোয়েন্টি বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১৩ |
উইকেট | ০৪ |
ইকোনমি | ৮.০৫ |
সেরা বোলিং | ১/১৩ |
স্ট্রাইক রেট | ৩৮.০ |
বিরাট কোহলি-এর ওডিআই পরিসংখ্যান
১৮ আগস্ট, ২০০৮ সালে রাঙ গিরি ডেম্বুলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কা ওডিআই ম্যাচ দিয়ে বিরাট কোহলির ওডিআই অভিষেক হয়।
বিরাট কোহলি-এর ওডিআই ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৯৫ |
মোট রান | ১৩,৯০৬ |
সর্বোচ্চ | ১৮৩ |
গড় | ৫৮.১৮ |
স্ট্রাইক রেট | ৯৩.৫৪ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৭২ |
সেঞ্চুরি (১০০) | ৫০ |
বিরাট কোহলি-এর ওডিআই বোলিং পরিসংখ্যান
ইনিংস | ৫০ |
উইকেট | ০৫ |
ইকোনমি | ৬.১৬ |
সেরা বোলিং | ১/১৩ |
স্ট্রাইক রেট | ১৩২.৪ |

বিরাট কোহলি-এর টেস্ট পরিসংখ্যান
২০ শে জুন, ২০১১ সালে সাবিনা পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় বিরাট কোহলির।
বিরাট কোহলি-এর টেস্ট ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ১২৩ |
মোট রান | ৯,২৩০ |
সর্বোচ্চ | ২৫৪* |
গড় | ৪৬.৮৫ |
স্ট্রাইক রেট | ৫৫.৫৮ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৩১ |
সেঞ্চুরি (১০০) | ৩০ |
বিরাট কোহলি-এর টেস্ট বোলিং পরিসংখ্যান
ইনিংস | ১১ |
উইকেট | ০ |
ইকোনমি | ২.৮৮ |
সেরা বোলিং | ০/০ |
স্ট্রাইক রেট | ০.০ |
বিরাট কোহলি-এর আইপিএল পরিসংখ্যান
১৮ এপ্রিল, ২০০৮ সালে কলকাতা নাইট রাইডারস এর বিপক্ষ ম্যাচ দিয়ে নিজের প্রথম আইপিএল ক্যারিয়ার শুরু করেন বিরাট কোহলি।
আরো পড়ুন: জো রুট টেস্ট পরিসংখ্যান এবং টেস্ট অধিনায়কত্ব সম্পর্কে বিস্তারিত
বিরাট কোহলি-এর আইপিএল ব্যাটিং পরিসংখ্যান
মোট ম্যাচ | ২৫২ |
মোট রান | ৮০০৪ |
সর্বোচ্চ | ১১৩ |
গড় | ৩৮.৬৭ |
স্ট্রাইক রেট | ১৩১.৯৭ |
হাফ সেঞ্চুরি (৫০) | ৫৫ |
সেঞ্চুরি (১০০) | ০৮ |
বিরাট কোহলি-এর আইপিএল বোলিং পরিসংখ্যান
ইনিংস | ২৬ |
উইকেট | ০৪ |
ইকোনমি | ৮.৮ |
সেরা বোলিং | ২/২৫ |
স্ট্রাইক রেট | ৬২.৭৫ |
আন্তর্জাতিক ক্রিকেটে ৮১ টা সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। এমন এক কৃতিত্ব শুধু বিরাটের ই আছে। টেস্ট ক্রিকেটে ৩০ টা সেঞ্চুরি। ওডিআই ক্রিকেটে ৫০ টা সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ১ টা সেঞ্চুরি করেছেন কিং বিরাট কোহলি।
বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। আশা করি আপনারা সঠিক তথ্য পেয়েছেন। এই আলোচনার বাহিরে আরো কিছু জানার থাকলে কমেন্টের মাধ্যমে আমাদের কে তা জানাতে পারেন।
আমাদের সাথে থাকুন- Sports Buzz BD
1 thought on “বিরাট কোহলি রেকর্ড লিস্ট এবং সকল ফরম্যাট এর আপডেট পরিসংখ্যান”